শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

7003

surplus

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ২০:১৩

আপডেট

০৭ জুলাই ২০২৫ ২০:৫৫

অন্যান্য

ধর্মঘটে নেই সিএনজি অটোরিক্সা টেম্পু টেক্সি টেক্সিকার মালিক সমিতি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২০:১৩

জামায়াতপন্থী পরিবহন মালিকদের পর আগামীকাল মঙ্গলবার থেকে আহুত পরিবহন শ্রমিকদের কর্মবিতিতে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি।

এক সংবাদবিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি (রেজি নং চট্ট- ২৭৮৫) এর উদ্যোগে এক সভা সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চলবে।

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি দাশ, অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, সিএনজি মালিক হেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, বদরুল ইসলাম, চুনু মিয়া, আবু সাঈদ ভুট্টু প্রমুখ।

এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নই।

বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।