সিলেট
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি মঙ্গলবার
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২১:৩৩
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) সিলেটে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন স্বাস্থ্য সহকারীরা।
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিলেট সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হবে।
স্বাস্থ্য সহকারীরা জানান, জন্মের পর শিশুদের ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় যে প্রতিরোধযোগ্য টিকা দেওয়া হয়, তা তৃণমূল পর্যায়ে মূলত তারাই প্রদান করে থাকেন। এই কাজ সম্পূর্ণ টেকনিক্যাল হলেও তারা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।
দীর্ঘদিন ধরে স্নাতক (বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে টেকনিক্যাল স্বীকৃতি ও পদমর্যাদার দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন করেনি। ফলে অন্যান্য সরকারি বিভাগের তুলনায় স্বাস্থ্য সহকারীরা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা জানান, স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক যেসব অর্জন হয়েছে, তার পেছনে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সরকার দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দিয়ে আসছে। কিন্তু বাস্তব পরিবর্তন ঘটেনি।
তাদের দাবিগুলো হলো- নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত ও ১৪তম গ্রেড প্রদান; ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ; পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ; পুরনো নিয়োগবিধিতে নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা বিবেচনায় স্নাতক স্কেলে আত্মীকরণ; টাইম স্কেল বা উচ্চতর গ্রেডের হিসাব নতুন স্কেলের সঙ্গে যুক্ত করা; ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে সরাসরি অন্তর্ভুক্তি।
স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে এর আগে স্মারকলিপি ও আবেদনপত্র দেওয়া হলেও কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মনে করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর, টেকসই ও শক্তিশালী হবে।
তারা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।