
অর্চিতা ফুকান ওরফে ‘বেবিডল আর্চি’ (ছবি- সংগ্রহ)
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান ওরফে ‘বেবিডল আর্চি’ এবার এক নতুন ও সাহসী অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন। সম্প্রতি মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চলেছেন।
ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে দেওয়া ঘোষণায় তিনি বলেন, দীর্ঘ ছয় বছর যৌনকর্মী হিসেবে কাজ করার পর অবশেষে নিজের স্বাধীনতা ফিরে পেয়েছেন। নিজেকে মুক্ত করতে তাকে প্রায় ২৫ লাখ টাকা গুনতে হয়েছে বলেও জানান অর্চিতা। তবে কার কাছে এই অর্থ দিয়েছেন কিংবা কীভাবে এই পেশায় বাধ্য হয়েছেন, তা এখনো প্রকাশ করেননি।
এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অর্চিতার অনুসারীরা তার সাহসিকতা এবং উন্মুক্ত স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্তের নেপথ্যে বাস্তব অভিজ্ঞতা না কি জনপ্রিয়তা বাড়ানোর কৌশল।
বেবিডল আর্চির দাবি, পর্ন জগতে প্রবেশের সিদ্ধান্ত তাঁর ক্ষমতায়নের পথ এবং ক্যারিয়ারের বিস্তারের অংশ। তিনি আরও জানান, ভক্তদের জন্য তাঁর রয়েছে এক ‘বিশেষ চমক’, যা দেখলে ‘সবাই হাঁ হয়ে যাবেন।’
তবে ঠিক কী সেই উপহার, তা খোলাসা করেননি তিনি। সাহসী পোশাক, গ্ল্যামারাস লুক ও আত্মবিশ্বাসের সঙ্গে কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চিতা ফুকান। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা সম্প্রতি ৬ লাখ ছাড়িয়েছে। তিনি এবার ১০ লাখ ফলোয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং মনে করা হচ্ছে, পর্ন ইন্ডাস্ট্রিতে তাঁর এই নতুন যাত্রা সেই লক্ষ্যে পৌঁছাতে বড় ভূমিকা রাখবে।
ভক্তদের চোখ এখন তাঁর ঘোষিত ‘বিশেষ চমক’-এর দিকেই। ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান