ইউটিউবে রেকর্ড
এক বছরে ‘দুষ্টু কোকিল’-এর ৫০ কোটি ভিউ!
বাংলা সিনেমার গানে নতুন ইতিহাস গড়ল কনা-আকাশ সেনের এই হিট ট্র্যাক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১১:৪৮

বাংলা গানের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ‘দুষ্টু কোকিল’। মুক্তির মাত্র এক বছরে গানটি ইউটিউবে দুই চ্যানেল মিলিয়ে ৫০ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এটি বাংলা সিনেমার গানে ইউটিউবের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া গানের অন্যতম উদাহরণ।
চরকি ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৩৪ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে, আর এসভিএফ-এর চ্যানেলে ১৫ কোটির বেশি বার দেখা হয়েছে গানটি। এই অভাবনীয় জনপ্রিয়তায় দারুণ উচ্ছ্বসিত এর গায়ক ও সুরকার আকাশ সেন ও কণ্ঠশিল্পী কনা।
রায়হান রাফীর পরিচালনায় গত বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার অংশ ছিল এই গান। ২০২৪ সালের ২০ জুন অফিশিয়ালি গানটি মুক্তি পায় চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে।
গানটির ভিডিওতে দেখা যায়-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী একটি পানশালায় পারফর্ম করছেন, আর তাকে দেখে প্রেমে পড়ে যান ছবির নায়ক শাকিব খান।
গানটির সুরকার, গীতিকার এবং সহশিল্পী আকাশ সেন এই সাফল্যে আবেগাপ্লুত।
তিনি বলেন‘এত অল্প সময়ে ৫০ কোটির বেশি মানুষ গানটি শুনেছেন-এটা যে কোনো সংগীতশিল্পীর জীবনের সেরা প্রাপ্তি।’
প্রথমে গানটি অন্য একটি সিনেমার জন্য তৈরি করলেও প্রযোজকের অপছন্দের কারণে আকাশ গানটি সংরক্ষণ করে রাখেন। পরে কনার মাধ্যমে পরিচালক রায়হান রাফী গানটি শোনেন এবং সিনেমায় যুক্ত করেন। ‘এই গান বাংলা সিনেমার গানকে নতুন মাত্রা দিয়েছে’
এই গানের আরেক গায়িকা কনা জানালেন তাঁর আনন্দের কথা। তিনি বলেন,
‘অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। শ্রোতারা গানটিকে যে পরিমাণ ভালোবেসেছেন, তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই। বাংলা সিনেমার গানকে ‘দুষ্টু কোকিল’ একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে।’
গানটির শুটিং হয় কলকাতায়। আকাশ সেন নিজেও ছিলেন শুটিংয়ে উপস্থিত। রায়হান রাফীর আমন্ত্রণে তিনি যান এবং সেখানে শাকিব খানের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন,
‘ভাই আমাকে যেভাবে আন্তরিকতা আর ভালোবাসা দিয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না।’
‘দুষ্টু কোকিল’ এখন শুধু একটি গান নয়, বাংলা সংগীত জগতের এক অনন্য উদাহরণ-যা অল্প সময়ে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। গানটি প্রমাণ করেছে, ভালো কনসেপ্ট, সঠিক প্রেজেন্টেশন আর আন্তরিকতা থাকলে বাংলা গানও আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তুলতে পারে।