শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7496

entertainment

প্রকাশিত

২০ জুলাই ২০২৫ ১৯:৩৮

বিনোদন

ভারতীয় বক্স অফিসে আয় ৭,৫০০ কোটি টাকা, শীর্ষে 'ছাবা'

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ ১৯:৩৮

ছবি: 'ছাবা' সিনেমায় ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা (সংগৃহীত)।

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ভারতীয় বক্স অফিসে আয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

শনিবার (১৯ জুলাই) প্রকাশিত অর্ম্যাক্স মিডিয়ার ‘ইন্ডিয়া বক্স অফিস রিপোর্ট: জানুয়ারি-জুন ২০২৫’-এ এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ১৭টি সিনেমা ১০০ কোটির ঘর অতিক্রম করেছে। ২০২৪ সালের প্রথমার্ধে এই সংখ্যা ছিল মাত্র ১০টি। যদিও ২০২৫ সালে এখন পর্যন্ত বড় বাজেটের ব্লকবাস্টার সিনেমা তুলনামূলক কম, তবে একাধিক মাঝারি বাজেটের ছবি ১৫০ কোটির বেশি আয় করে বাজারে গতি এনেছে।

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘ছাবা’। ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ঘরানার এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা। সিনেমাটি আয় করেছে ৬৯৩ কোটি রুপি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তেলেগু সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’, যেখানে অভিনয় করেছেন ভেঙ্কটেশ।

শুধু জুন মাসেই বক্স অফিসে আয় হয়েছে ৯০০ কোটি টাকার বেশি। ওই মাসে হিন্দি সিনেমা ‘সিতারে জমিন পর’ ও ‘হাউসফুল ৫’ প্রায় ২৫০ কোটি টাকা আয় করে শীর্ষ অবস্থানে উঠে আসে। জুন মাসে উল্লেখযোগ্য আয় করা অন্যান্য ছবির মধ্যে রয়েছে তামিল-তেলেগু সিনেমা ‘কুবেরা’ এবং হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত ফর্মুলা ওয়ানভিত্তিক সিনেমা ‘এফ১’।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০২৫ সালে ভারতীয় সিনেমা বাজারে ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয় হতে পারে। তবে এই লক্ষ্যমাত্রা নির্ভর করছে বছরের দ্বিতীয়ার্ধে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বড় বাজেটের প্রতীক্ষিত ছবির সাফল্যের ওপর। তালিকায় রয়েছে:

‘কান্তারা: চ্যাপ্টার ১’ (ঋষভ শেঠি)

‘ওয়ার ২’ (হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর)

‘কুলি’ (রজনীকান্ত)

‘অখণ্ড ২’ (নন্দমুরি বালাকৃষ্ণা)

‘থামা’ (আয়ুষ্মান খুরানা)

‘ওজি’ (পবণ কল্যাণ)

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ছয় মাসে ভারতীয় বক্স অফিস আয়ের ৪০ শতাংশ এসেছে হিন্দি সিনেমা থেকে। এরপর অবস্থানে রয়েছে তেলেগু ও তামিল ভাষার সিনেমা।

২০২৫ সালের প্রথমার্ধে ভারতীয় চলচ্চিত্র শিল্পের শক্তিশালী বাজার ও আয়ের এই ঊর্ধ্বগতি বছরের শেষার্ধে আরও বিস্তৃত হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।