শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7606

entertainment

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ২২:২২

বিনোদন

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার জি বাংলা সোনায়

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ২২:২২

ছবি: সংগৃহিত।

ঢালিউডের জনপ্রিয় ও ঐতিহাসিক সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার দেখা যাবে কলকাতার ছোটপর্দায়।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে একই নামের নতুন একটি ধারাবাহিক, যা সম্প্রচারিত হবে জি বাংলার নতুন চ্যানেল ‘জি বাংলা সোনা’-তে।

এই ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন টিভির পরিচিত মুখ ইন্দ্রানী পাল ও সিদ্ধার্থ সেন। ধারাবাহিকটির প্রোমো শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শিগগিরই শুরু হবে মূল শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে।

তবে ধারাবাহিকটির চূড়ান্ত নাম এখনো ঘোষিত হয়নি। প্রাথমিকভাবে এটিকে 'বেদের মেয়ে জ্যোৎস্না' নামেই পরিচিত করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, নতুন এই চ্যানেল ‘জি বাংলা সোনা’তে প্রচারিত হবে একাধিক ভিন্নধর্মী ধারাবাহিক ও রিয়েলিটি শো। চ্যানেলটি বাংলা ও হিন্দি জনপ্রিয় সিনেমা অবলম্বনে ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় অক্ষয় কুমারের 'ও মাই গড' সিনেমার অনুকরণে নির্মিত হচ্ছে ‘শ্রীমান ভগবান দাস’। সেই তালিকাতেই যুক্ত হচ্ছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ অনুপ্রাণিত নতুন এই রূপকথার ধারাবাহিক।

ইন্দ্রানী পাল সর্বশেষ অভিনয় করেছিলেন ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে এবং সিদ্ধার্থ সেন ‘দেবী বরণ’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। এবার এই নতুন ধারাবাহিকের মাধ্যমে একসঙ্গে পর্দায় ফিরছেন তারা।

জি বাংলা সোনা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের ভিন্ন স্বাদ দিতে এমন কনটেন্ট সাজানো হচ্ছে যা বাংলা টেলিভিশনের ধারাবাহিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।