শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7078

surplus

প্রকাশিত

০৯ জুলাই ২০২৫ ১৯:৫০

অন্যান্য

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনে অনুমোদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ ১৯:৫০

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকেরা আহমেদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সম্মতি জানানো হয়।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র (লস এঞ্জেলেস), মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো।

এর আগে গত ২ জুলাই ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার এই পাঁচ দেশে কার্যক্রম শুরুর অনুমতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

চিঠিতে জানানো হয়, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম চালু আছে।

বর্তমানে এসব দেশ থেকে প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। তিন হাজার ৬৭৭ জনের আবেদন বাতিল হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, 'আমাদের প্রস্তুতি সম্পন্ন। আটটি দেশে কার্যক্রম চালু করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।'

পর্যায়ক্রমে বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাসসহ অন্যান্য দেশেও কার্যক্রম চালুর উদ্যোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জাপানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করারও সম্মতি দিয়েছে, যা ১৫ জুলাইয়ের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।