চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫ শুরু
ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ ২০:০৪

ছবি: সংগ্রহ
চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫।
ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে।
উৎসবের প্রথম দিন (৯ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রান্স থেকে আগত লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কিথ ই কান্ত, বাংলাদেশের চর্যাপদ গানের সাধিকা সৃজনী তানিয়া, পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত সাধক বাবুল আক্তার বাচ্চু।
শুভেচ্ছা বক্তব্য দেন লার্নিং বুক ডিজাইনার মিখাইল ইদ্রিস।
স্বাগত বক্তব্য দেন ড. সাইমন জাকারিয়া।
উদ্বোধনী দিনে ছিল চারটি পর্ব:
১. চর্যাগান আসর – বিকাল ৪:৩০ থেকে ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে।
২. চর্যাসংগীত শোভাযাত্রা – ৫টা থেকে ৫:৩০ পর্যন্ত, উদ্যানে থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত।
৩. বক্তৃতা পর্ব – ৫:৪৫ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে।
৪. চর্যাগান পরিবেশনা – ৭:১৫ থেকে রাত ৯টা পর্যন্ত স্টুডিও থিয়েটার হলে।
দ্বিতীয় দিন (১০ জুলাই) শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিকাল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বক্তৃতা ও সংগীত পরিবেশন করবেন বরিশালের শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী এবং সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
তৃতীয় দিন (১১ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চর্যাগানের আসর, এবং রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, এক যুগ পূর্তির সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান।
উৎসবজুড়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সাধকশিল্পীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ও ইতালির গবেষক ও সাধকগণ অংশ নিচ্ছেন। এটি চর্যাপদ, অতীশ, চৈতন্য ও লালন চিন্তার ধারাবাহিকতায় ভাবচর্চার একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন।