সাফ অনূর্ধ্ব-২০
শ্রীলঙ্কাকে ৯ গোল দিয়ে উড়ছে বাংলাদেশ
সাগরিকার হ্যাটট্রিকে দাপুটে শুরু স্বাগতিকদের।
প্রকাশ: ১১ জুলাই ২০২৫ ২০:৩৯

ছবি: সংগ্রহ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে দারুণ জয় এনে দিলেন মোসাম্মৎ সাগরিকা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা আরও ছয় গোল করে ম্যাচটি বড় ব্যবধানে জিতে নেয়। শ্রীলঙ্কা তাদের একমাত্র গোলটি পায় ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে।
বাংলাদেশের হয়ে সাগরিকা হ্যাটট্রিক করার পাশাপাশি দুই গোল করেন মোসাম্মৎ মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার এবং শান্তি মার্দি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। তৃতীয় গোলটি আসে ৩৭ মিনিটে, সিনহা জাহানের ক্রসে বল জালে পাঠান সাগরিকা।
বিরতির পর ৪৮ মিনিটে বদলি হিসেবে নামা শান্তি মার্দির ক্রসে মুনকি তার দ্বিতীয় গোলটি করেন। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৫৩ ও ৫৮ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।
৮৬ মিনিটে রুপা আক্তারের গোল এবং ৯৪ মিনিটে শান্তি মার্দির গোলে জয় নিশ্চিত হয় ৯-১ ব্যবধানে।
ইনজুরি সময়ে শ্রীলঙ্কার হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন লায়নসিকা জাসোথারান।
আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই মুখোমুখি হবে ভুটানের।
১৯ জুলাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাগরিকারা এবং ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে।