
ছবি: সংগ্রহ
বাংলাদেশি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা এসেছিল ২০২০ সালে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে। ছবি নিয়ে দর্শক-ভক্তদের ছিল তুমুল আগ্রহ। কিন্তু বহু প্রতীক্ষার পরও ছবিটি আলোর মুখ দেখবে কি না, তা এখন গভীর অনিশ্চয়তায়।
পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, ছবির শুটিং প্রায় সম্পন্ন হলেও বাকি অংশ শেষ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তাঁর ভাষায়, ‘মাত্র ছয় দিনের শুটিং বাকি আছে,একটি গান ও কয়েকটি দৃশ্য। কিন্তু অর্থসংকটে বারবার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।’
সৈকত জানান, তিনি এই ছবির পেছনে দীর্ঘ সময় দিয়েছেন। এমনকি অন্য কয়েকটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘মাসুদ রানা’ নিয়ে ব্যস্ত থাকায়। ‘এত দীর্ঘ সময় লাগায় তিনি বিরক্ত। ইতিমধ্যে তিনি নতুন ছবির কাজ শুরু করেছেন এবং আগামী ঈদুল আজহার একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনায় আছেন।
ছবিতে সোহানা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। শুটিংয়ের সময় টাঙ্গাইলে আহতও হয়েছিলেন তিনি। সে সময় বলেছিলেন, ‘চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালো লাগে।’ কিন্তু ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় তিনিও হতাশ। এত কষ্টের পর একটি ভালো কাজ দর্শকের সামনে না যেতে পারা একজন শিল্পীর জন্য দুঃখজনক।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন বাংলা থ্রিলারের জনক কাজী আনোয়ার হোসেন এবং প্রযোজক আব্দুল আজিজ। এমন একটি জনপ্রিয় চরিত্র নিয়ে নির্মিত ছবি থেমে যাওয়ার মূল কারণ, অর্থসংকট ও পরিকল্পনায় স্থবিরতা।
যেখানে গোয়েন্দা চরিত্রগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে বড় বাজেটের কাজ হচ্ছে, সেখানে মাসুদ রানার মতো সম্ভাবনাময় ব্র্যান্ডের সিনেমা বন্ধ হয়ে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য হতাশার।
বাংলাদেশি দর্শকেরা এখনো অপেক্ষায়, হয়তো কোনো একদিন গোয়েন্দা মাসুদ রানা ফিরবেন রূপালি পর্দায়, নতুন মিশনে, নতুন চমকে।