শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7213

entertainment

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ১২:৩১

বিনোদন

বালুর নগরীতে’র ইউরোপ জয়

মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল- এ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১২:৩১

ছবি: সংগৃহিত।

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’ দিয়ে জয় করলেন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ ‘প্রক্সিমা কম্পিটিশন’-এ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে ছবিটি। পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার।

চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরিতে অনুষ্ঠিত এই উৎসবটি ৪ জুলাই শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের সমাপনী দিনে শনিবার রাতেই ‘বালুর নগরীতে’ ছবির পুরস্কার ঘোষণা করা হয়।

সিনেমার ইংরেজি শিরোনাম Sand City। নির্মাতা মেহেদী হাসান ও প্রযোজক রুবাইয়াত হাসানসহ পুরো টিম ছিলেন উৎসবে উপস্থিত। এই অর্জনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ অনেকেই মেহেদী হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ছবির গল্প গড়ে উঠেছে শহরের বালু নিয়ে। গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘এমা’, যাকে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। সে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাট লিটারের জন্য স্কুটারে করে বালু সংগ্রহ করে। একদিন বালু খুঁজতে গিয়ে এমা পায় এক বিচ্ছিন্ন আঙুল, যা নাটকীয় মোড় নেয় গল্পে। আরেকটি কেন্দ্রীয় চরিত্র ‘হাসান’, যাকে রূপ দিয়েছেন মোস্তফা মন্ওয়ার। তিনি বালুর প্ল্যান্টে কাজ করেন এবং সেখান থেকে সরঞ্জাম চুরি করে নিজের ঘরে কাচ তৈরির চেষ্টা করেন। স্বপ্ন তাঁর কাচের কারখানা গড়ার, কিন্তু সেই স্বপ্ন তাকে এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে ঠেলে দেয়।

এই অর্জনের ফলে আন্তর্জাতিক পরিবেশনায়ও সুযোগ পাচ্ছে সিনেমাটি। ব্যাংককভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান ডাইভারশন ইতোমধ্যেই ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যারা বিশ্বব্যাপী সিনেমাটি বিক্রি ও প্রচার করবে।

মেহেদী হাসান এর আগেও আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ২০১৬ সালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’ প্রদর্শিত হয় লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। ২০১৮ সালে আসে ‘ডেথ অব আ রিডার’, আর ২০২০ সালে লোকার্নোতে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় তার ‘দ্য বোরিং ফিল্ম’, যা ছিল এই বিভাগে জায়গা পাওয়া প্রথম কোনো বাংলাদেশি ছবি।

কার্লোভি ভেরি উৎসবের প্রধান বিভাগ ‘ক্রিস্টাল গ্লোব’-এ এবারের সেরা চলচ্চিত্র হয়েছে চেক প্রজাতন্ত্রের ‘Better Go Mad in the Wild’, পরিচালনায় মিরো রেমো।

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক অর্জন।