
ছবি: সংগৃহিত।
পশ্চিমবঙ্গের টালিউড চলচ্চিত্রে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নিয়মিত উপস্থিতি ও জনপ্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও কলকাতা পৌরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
জুঁই বিশ্বাস শুধু কাউন্সিলর নন, তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস বর্তমানে টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতি।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জুঁই বিশ্বাস প্রশ্ন তোলেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গে কি কোনো অভিনেত্রী নেই, যারা ওই চরিত্র করতে পারতেন?'
তিনি আরও বলেন, 'বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?'
তার অভিযোগ, জয়া আহসানকে ভারতীয় জাদুঘরের মতো প্রতিষ্ঠানে জায়গা দেওয়া এবং টালিউডে গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়োগ দেওয়া ‘দেশবিরোধী কাজ’।
এ মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। টালিউডের বেশ কিছু শিল্পী ও নির্মাতা তার স্ট্যাটাস শেয়ার করলেও, প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি। তবে বিতর্কটি সিনেমা অঙ্গন ছাড়িয়ে এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরেও ছড়িয়ে পড়ছে।
প্রসঙ্গত, জয়া আহসান দীর্ঘ এক যুগ ধরে টালিউডে সুনামের সঙ্গে কাজ করছেন। গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়সহ শীর্ষস্থানীয় পরিচালকদের ছবিতে অভিনয় করে তিনি পশ্চিমবঙ্গের দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার নতুন ছবি ‘ডিয়ার মা’ ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে, ঠিক তার আগেই এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টালিউড।
তৃণমূল নেত্রীর মন্তব্য নিয়ে এখনও জয়া আহসান কিংবা টালিউডের শীর্ষ নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে রাজনৈতিক রং লেগে যাওয়া এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।