
ছবি: সংগৃহিত।
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে একবার লন্ডনের একটি দোকানে ঘটে যায় এক অপমানজনক ঘটনা। দোকানদারের রূঢ় ব্যবহারের মুখে পড়েও কীভাবে নিজ আত্মমর্যাদা অটুট রেখে পরিস্থিতি সামাল দেন বিগ বি-সেই গল্পই শুনিয়েছিলেন তিনি এক কুইজ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে এক ভক্ত জানতে চান, কিছু কেনার আগে অমিতাভ বচ্চন কি দাম দেখে নেন? জবাবে বিগ বি বলেন, ‘এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। যে কেউ কেনার আগে দাম যাচাই করে নিতে পারেন।’
এরপরই তিনি স্মৃতিচারণা করেন নিজের জীবনে ঘটে যাওয়া একটি অপমানজনক অভিজ্ঞতার।
লন্ডনের একটি দোকানে গিয়েছিলেন টাই কিনতে। একটি টাই হাতে নিয়ে দেখতে শুরু করেন। তখন দোকানদার ভেবে বসেন, হয়তো এই টাইটি কেনার সামর্থ্য নেই তার। সেই দোকানদার বেশ রূঢ়ভাবে বলেন, ‘এই টাইয়ের দাম ১২০ পাউন্ড।’ (প্রায় ১৩,৮০০ টাকা)।
তবে অপমানজনক আচরণেও উত্তেজিত হননি অমিতাভ। বরং মার্জিতভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন,‘এই টাইয়ের মতো এমন ১০টা টাই আমাকে প্যাক করে দিন।’
এই ঘটনার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন-ভারতীয়দের সম্মানবোধ, আত্মবিশ্বাস ও দৃঢ়তা ঠিক কতটা গভীর। তিনি বলেন, ‘আমাদের ছোট করা যাবে না। নিন্দা করলেও চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা।’
অমিতাভ বচ্চনের এই ঘটনাটি আজও অনেকের জন্য আত্মমর্যাদার অনুপ্রেরণার উৎস।