
ছবি: সংগ্রহ
অবিচার কি শুধুই গরিবের জন্য? ন্যায়বিচার কি ক্ষমতাবানদের একচেটিয়া অধিকার? এমনই তীব্র প্রশ্ন ছুঁড়ে দেয় জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের কালজয়ী নাটক ‘The Exception and the Rule’। সেই নাটকেরই বাংলা রূপ ‘ব্যতিক্রম এবং নিয়ম’ নিয়ে মঞ্চে আসছে নাট্যদল প্রাচ্যনাট। অনুবাদ করেছেন শহীদুল মামুন, নির্দেশনায় আজাদ আবুল কালাম।
নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে শুক্রবার সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। পরদিন, শনিবার, একই মঞ্চে দ্বিতীয় প্রদর্শনী। প্রযোজনার পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
গল্পের কেন্দ্রবিন্দু: ক্ষমতার মুখোশ
‘ব্যতিক্রম এবং নিয়ম’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক দীর্ঘ সফরকে কেন্দ্র করে। যাত্রায় আছেন এক ব্যবসায়ী, এক দরিদ্র কুলি ও একজন স্থানীয় পথপ্রদর্শক। সফরের পথে ব্যবসায়ী হয়ে ওঠেন চূড়ান্ত আত্মকেন্দ্রিক ও সন্দেহপ্রবণ। পরিস্থিতির এক পর্যায়ে, ভুল বোঝাবুঝির ফলে তিনি গুলি করে হত্যা করেন দরিদ্র কুলিকে। আদালতে বিচার হয়। কিন্তু রায় আসে অবাক করে-বণিকের ‘ভয়ের যৌক্তিকতা’কে বিবেচনায় নিয়ে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
নাটক এখানেই দর্শকের মনে প্রশ্ন তোলে: বিচার কি শ্রেণিনিরপেক্ষ? আইন কি সবাইকে সমান চোখে দেখে?
নির্দেশকের চোখে নাটক
নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘নব্বইয়ের দশকে ব্রেখটের ‘লোক সমান লোক’ মঞ্চস্থ করার অভিজ্ঞতা থেকেই নবীনদের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।’ তাঁর মতে, এই নাটক কেবল বিনোদন নয়, বরং দর্শকের বিবেককে নাড়া দেওয়ার এক শিক্ষামূলক প্রয়াস। ‘ন্যায়, বৈষম্যহীন সমাজের স্বপ্ন ও ক্ষমতার চেহারা উন্মোচনের বার্তা আছে এতে,’ বলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও দেয়ালচিত্রে ফুটে ওঠা সাধারণ মানুষের দাবি যেন নাটকটির প্রাসঙ্গিক প্রতিধ্বনি।