শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7406

entertainment

প্রকাশিত

১৮ জুলাই ২০২৫ ১৮:৩৭

বিনোদন

মব জাস্টিস নিয়ে নির্মিত টেলিছবি ‘আমারও গল্প আছে

বাবার প্রতি মেয়ের নিঃশর্ত ভালোবাসার করুণ বাস্তবতা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ১৮:৩৭

দেশে সাম্প্রতিক সময়ে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আইন থাকা সত্ত্বেও উত্তেজিত জনতার হাতে প্রায়ই ঘটছে মর্মান্তিক সব দুর্ঘটনা। এমনই একটি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে টেলিছবি ‘আমারও গল্প আছে’। নাটকটির মূল প্রতিপাদ্য-মব জাস্টিসের ভয়াবহতা এবং এর শিকার একটি পরিবারের অসহায় চিত্র।

নাটকের কেন্দ্রে রয়েছে বাবা-মেয়ের হৃদয়বিদারক গল্প। মেয়ের চোখে তার বাবা সেরা মানুষ। অথচ সেই বাবাকেই সমাজ চিহ্নিত করে চোর হিসেবে, এবং একসময় তিনি মব জাস্টিসের নির্মম শিকার হন। বাবার চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম এবং মেয়ের চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াকে।

নাটকের নির্মাতা রানা বর্তমান বলেন,‘প্রায়ই টেলিভিশন কিংবা সংবাদমাধ্যমে মব জাস্টিসের মর্মান্তিক চিত্র দেখি-লাশ, কান্না আর বিচারবহির্ভূত জনরোষ। এসব দেখে মনকে স্থির রাখা কঠিন। নির্মাতা হিসেবে মনে করেছি, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।’

অভিনেতা আজিজুল হাকিম বলেন,‘দেশে আইন আছে। কিন্তু আইনের অপেক্ষা না করে যখন উত্তেজিত জনতা কাউকে শাস্তি দেয়, তখন সেটা ভয়ানক একটি উদাহরণ হয়ে ওঠে। মব জাস্টিস কখনোই ন্যায়ের বিকল্প হতে পারে না। এটা অমানবিক এবং অবশ্যই বন্ধ হওয়া উচিত।’
তিনি আরও বলেন,‘এই নাটকের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি। যাতে মানুষ বুঝতে পারে-আইনের বাইরে গিয়ে অন্যায় ঠেকানো যায় না, বরং আরও অন্যায় জন্ম নেয়।’

টেলিছবিতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম ও রিমন সাহা প্রমুখ।
‘আমারও গল্প আছে’ প্রচারিত হবে আগামী শুক্রবার, চ্যানেল আই-এর পর্দায়।