
ছবি: সংগৃহিত।
তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত রদবদলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
এছাড়া, কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে স্থানান্তর করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়।
অন্যদিকে, সাবেক পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে ইতোমধ্যে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সম্মতিপত্র) পাওয়া গেছে। কানাডার সম্মতিপত্রও দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মো. জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব পান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। সে সময় জসীম উদ্দিনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আলোচনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে কানাডায় পাঠানোর প্রক্রিয়া নেয়া হয়।
এই রদবদলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক মিশনে নতুন করে ভারসাম্য আনতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে।