
ছবি: সংগৃহিত।
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় সিলেট নগরীর দি এইডেড হাইস্কুল হলরুমে পরিবার-পরিজনসহ ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এই আয়োজনে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য, পরিবারবর্গ এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেকা সিলেট ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক, ২ ময়নামতি ব্যাটালিয়নের সাবেক কমান্ডার ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান; জালালাবাদ গ্যাসের সাবেক জি.এম মাহবুব ছোবহানী চৌধুরী; নর্থইস্ট মেডিকেল কলেজের পরিচালক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার; এবং দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দিন।
পিঠা উৎসবে সভাপতিত্ব করেন বেকার সভাপতি মো. মিজানুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না ও ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হুসনুল মো. আনিসুল হক চৌধুরী, সহ-সভাপতি মো. আতিকুর রেজা চৌধুরী, সম্পাদক বিভাস রায়, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. এহিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, বেতার সিলেটের এআরডি মো. দেলওয়ার হোসেন, সাংবাদিক তাইনুল ইসলাম আসলাম, ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা, প্রমুখ।
বেকার সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ আয়োজক কমিটির সদস্য ও অতিথিদের পরিবারবর্গ উৎসবে অংশ নেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে সেরা চারটি স্টলকে পুরস্কৃত করা হয়। ১ম হয় নুরুন্নাহার লাবনী, ২য় হয় মোয়াজ্জেম হোসেন লনি, ৩য় হয় মোহাম্মদ জাকির হোসাইন, ৪র্থ হয় মো. নাঈম
অংশগ্রহণকারী অন্যান্য স্টলগুলোকেও পুরস্কৃত করা হয়।