শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7468

sports

প্রকাশিত

১৯ জুলাই ২০২৫ ২২:২৭

খেলাধুলা

জয়ের ধারায় শ্রীলংকাকে ৫-০ গোলে হারালো বাংলাদেশ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ২২:২৭

ছবি: সংগৃহিত।

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরার কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে। এতে জোড়া গোল করেন পূজা দাস। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল।

এই জয়ের সঙ্গে বাংলাদেশের সংগ্রহ হয়েছে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট, যা তাদের শীর্ষ স্থানে রেখেছে।

আগামী ২১ জুলাই নেপালের বিরুদ্ধে ম্যাচে অন্তত ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।

আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে বাংলাদেশ ৯-০ গোলে হারিয়েছিল।

আজকের খেলার প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের ২৫ মিনিটে তৃষ্ণা রানীর শট রুখে দেন শ্রীলংকান গোলরক্ষক তারুশিখা। ফিরতি বল জালে জড়ান কানন রানী বাহাদুর।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে পূজা দাস ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পরও বাংলাদেশ একের পর এক আক্রমণ চালায়, কিন্তু গোল আসতে একটু দেরি হয়। ৭৩ মিনিটে দুরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করেন পূজা দাস।

৮৫ মিনিটে তৃষ্ণা রানী দলের হয়ে চতুর্থ গোল করেন।

যোগ করা সময়ে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে পঞ্চম গোল উপহার দেন বাংলাদেশকে।

বাংলাদেশের এই জয় তাদের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।