
ছবি: সংগৃহিত।
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরার কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে। এতে জোড়া গোল করেন পূজা দাস। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল।
এই জয়ের সঙ্গে বাংলাদেশের সংগ্রহ হয়েছে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট, যা তাদের শীর্ষ স্থানে রেখেছে।
আগামী ২১ জুলাই নেপালের বিরুদ্ধে ম্যাচে অন্তত ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।
আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে বাংলাদেশ ৯-০ গোলে হারিয়েছিল।
আজকের খেলার প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের ২৫ মিনিটে তৃষ্ণা রানীর শট রুখে দেন শ্রীলংকান গোলরক্ষক তারুশিখা। ফিরতি বল জালে জড়ান কানন রানী বাহাদুর।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে পূজা দাস ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির পরও বাংলাদেশ একের পর এক আক্রমণ চালায়, কিন্তু গোল আসতে একটু দেরি হয়। ৭৩ মিনিটে দুরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করেন পূজা দাস।
৮৫ মিনিটে তৃষ্ণা রানী দলের হয়ে চতুর্থ গোল করেন।
যোগ করা সময়ে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে পঞ্চম গোল উপহার দেন বাংলাদেশকে।
বাংলাদেশের এই জয় তাদের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।