
ছবি: সংগৃহিত।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টানা ৯ বছর জয়শূন্য থাকার বৃত্ত ভাঙার স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট দল।
রোববার (২০ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছে স্বাগতিকরা।
টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ৯ ম্যাচ পর টসভাগ্য পক্ষে আসার পর তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে পাওয়ার প্লে’র মধ্যেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাইম আইয়ুবকে (৬) ফেরান তাসকিন আহমেদ। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান।
পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের মধ্যে ৫ জনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন ওপেনার ফখর জামান, যিনি করেন ৪৪ রান। যদিও ইনিংসের শুরুতেই শেখ মেহেদীর বলে জীবন পান ফখর, তার ক্যাচ ফেলেছিলেন তাসকিন। পরে খুশদিল শাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ফখর জামান।
শেষ দিকে আব্বাস আফ্রিদির ২২ রানের ঝড়ো ইনিংসে কোনো মতে ১০০ রানের গণ্ডি পেরোয় পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে চোখধাঁধানো পারফরম্যান্স ছিল মোস্তাফিজুর রহমানের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় ২টি উইকেট নেন। তাসকিন আহমেদ ২২ রানে শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসান।
তবে মাত্র ১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ১ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানি পেসার সালাম মিরাজের বলে।
যদিও লক্ষ্য ছোট, তবে শুরুতেই উইকেট হারানো বাংলাদেশকে আরও সতর্ক ব্যাটিং করতে হবে- ৯ বছরের জয়খরা কাটাতে এখন দরকার দৃঢ় মনোভাব ও ধারাবাহিক ব্যাটিং।