ধোপাগুল
র্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫
প্রাইভেটকার ও পাজেরো জীপ উদ্ধার, এয়ারপোর্ট থানায় মামলা
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ২৩:৩০

ছবি: সংগৃহিত।
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি অভিযানে ১,৪৬০ বোতল বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাবের সদর কোম্পানির একটি দল।
র্যাব জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের ধোপাগুল পয়েন্টে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। ওই সময় সিলেটগামী একটি সাদা প্রাইভেটকার ও একটি পাজেরো জীপকে থামার নির্দেশ দিলে চালক ও যাত্রীরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করা হয়।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৪৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পাজেরো জীপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আমজাদ হোসেন (৩৬), পিতা–মৃত আব্দুল গনি শেখ, পূর্বধলা, নেত্রকোনা; মো. মুন্না (২৩), পিতা–রেজাউল করিম, গাইবান্ধা সদর; মো. সজিব (২৩), পিতা–আব্দুর রাজ্জাক, আমতলী, বরগুনা; রিপন (৩৩), পিতা–পান্নু মিয়া, সাভার, ঢাকা; মো. রুবেল (২৩), পিতা–দেলোয়ার হোসেন, আমতলী, বরগুনা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদেরকে জব্দকৃত আলামতসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।