
ছবি: সংগৃহিত।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ও পাকিস্তান-উভয় দলের ক্রিকেটারদের মনোজগতে। দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের খবর জানার পর থেকেই ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে গভীর বিষণ্নতা।এই অবস্থায় আজ বেদনাকে পাশে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এই মানসিক ধাক্কা আরও গভীর। দলের দুই সদস্য-মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন তাঁদের শোক ও সহানুভূতি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই পরিস্থিতিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান।
ক্রিকেটে জয়-পরাজয় বড় বিষয় হলেও আজকের ম্যাচে মানবিকতা, সহানুভূতি ও সংবেদনশীলতাই বড় হয়ে থাকছে।