
ছবি: সংগৃহিত।
মাত্র ১৩৩ রানের পুঁজি নিয়েও লড়াইটা জমিয়ে দিয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য রক্ষায় শুরুতেই দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে চেপে ধরে স্বাগতিকরা।
লিটন দাসের নেতৃত্বাধীন দল মাত্র ১৫ রানেই তুলে নিয়েছে পাকিস্তানের ৫ উইকেট।
পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই আসে প্রথম ধাক্কা। রানআউট হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।
দ্বিতীয় ওভারে প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার মোহাম্মদ হারিস।
এরপর শরীফুল ইসলামের হাতে ধরা পড়েন ফখর জামান। তিনি করেন ৮ বলে ৮ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪ রানে ৩ উইকেট।
পঞ্চম ওভারে এসে বল হাতে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরিয়ে দেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে। এর ফলে মাত্র ১৫ রানে অর্ধেক দল হারায় পাকিস্তান।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস গড়ে তোলেন জাকের আলী ও মেহেদী হাসান।
২০ ওভারে অলআউট হওয়ার আগে জাকের আলীর ৪৮ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস এবং মেহেদী হাসানের ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংসেই দল ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায়। এই দুই ব্যাটারের ৫৩ রানের জুটি ছিল বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড।
ছোট পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত শুরু বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এখন দেখার পালা, বোলিং তান্ডব ধরে রেখে পাকিস্তানকে অলআউট করে কি না জয় তুলে নিতে পারে লিটনরা।