শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7561

sports

প্রকাশিত

২২ জুলাই ২০২৫ ২০:৫৪

খেলাধুলা

১৫ রানে নেই ৫ উইকেট, পাকিস্তানকে বিপদে ফেললো বাংলাদেশ

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ২০:৫৪

ছবি: সংগৃহিত।

মাত্র ১৩৩ রানের পুঁজি নিয়েও লড়াইটা জমিয়ে দিয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য রক্ষায় শুরুতেই দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে চেপে ধরে স্বাগতিকরা।

লিটন দাসের নেতৃত্বাধীন দল মাত্র ১৫ রানেই তুলে নিয়েছে পাকিস্তানের ৫ উইকেট।

পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই আসে প্রথম ধাক্কা। রানআউট হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় ওভারে প্রথম বলেই এলবিডব্লিউ হন আরেক ওপেনার মোহাম্মদ হারিস।

এরপর শরীফুল ইসলামের হাতে ধরা পড়েন ফখর জামান। তিনি করেন ৮ বলে ৮ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪ রানে ৩ উইকেট।

পঞ্চম ওভারে এসে বল হাতে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরিয়ে দেন হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে। এর ফলে মাত্র ১৫ রানে অর্ধেক দল হারায় পাকিস্তান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস গড়ে তোলেন জাকের আলী ও মেহেদী হাসান।

২০ ওভারে অলআউট হওয়ার আগে জাকের আলীর ৪৮ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস এবং মেহেদী হাসানের ২৫ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংসেই দল ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায়। এই দুই ব্যাটারের ৫৩ রানের জুটি ছিল বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড।

ছোট পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত শুরু বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। এখন দেখার পালা, বোলিং তান্ডব ধরে রেখে পাকিস্তানকে অলআউট করে কি না জয় তুলে নিতে পারে লিটনরা।