
ছবি: সংগৃহিত।
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সদস্য ফারহানা বেগম হেনা'র বাবা কানিশাইল এলাকার বাসিন্দা মো. বদরুল হক (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ জুলাই ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি মারা যান।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর জানাজা নামাজ শেষে সিলেট শাহজালাল মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিউজা সদস্য ফারহানা বেগম হেনা'র বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুলাই) এক শোক বার্তায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ফারহানা বেগম হেনা'র বাবা একজন সরকারি চাকুরীজীবি ও পরোপকারী মানুষ ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।