শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7564

surplus

প্রকাশিত

২২ জুলাই ২০২৫ ২১:২৫

অন্যান্য

সাংবাদিক ফারহানা বেগম হেনা'র পিতৃবিয়োগ, সিউজার শোক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ২১:২৫

ছবি: সংগৃহিত।

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সদস্য ফারহানা বেগম হেনা'র বাবা কানিশাইল এলাকার বাসিন্দা মো. বদরুল হক (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ জুলাই ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি মারা যান।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর জানাজা নামাজ শেষে সিলেট শাহজালাল মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিউজা সদস্য ফারহানা বেগম হেনা'র বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ জুলাই) এক শোক বার্তায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ফারহানা বেগম হেনা'র বাবা একজন সরকারি চাকুরীজীবি ও পরোপকারী মানুষ ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।