
ছবি- সংগ্রহ
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সিলেট বিভাগের শীর্ষ নেতাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ভার্চুয়াল সভায় যুক্ত হন নেতারা।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দলের বিভিন্ন দিক নির্দেশনামূলক বার্তা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ, জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সভায় অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
তারা কেন্দ্রের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।