শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

7879

surplus

প্রকাশিত

৩১ জুলাই ২০২৫ ০১:০৪

আপডেট

৩১ জুলাই ২০২৫ ০১:০৮

অন্যান্য

বিরল গ্রুপের রক্ত মিলল বেঙ্গালুরুর এক মহিলার দেহে

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ ০১:০৪

প্রতীকী ছবি

বেঙ্গালুরুর এক ৩৮ বছরের মহিলার শরীরে এমন এক রক্তের গ্রুপের সন্ধান মিলেছে, যা বিশ্বের আর কোনও মানুষের শরীরে কখনও পাওয়া যায়নি। কর্নাটকের কোলার জেলার বাসিন্দা ওই মহিলা হার্টের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন কোলারের আর এল জালাপ্পা হাসপাতালে।

চিকিৎসার সময় রক্ত দেওয়ার প্রয়োজন হলে দেখা যায়, কোনও প্রচলিত রক্তের গ্রুপই তাঁর সঙ্গে মিলছে না। এমনকি আত্মীয়-পরিজনের রক্তও গ্রহণযোগ্য নয়। এরপর তাঁকে পাঠানো হয় বেঙ্গালুরুর রোটারি টিটি কে ব্লাড সেন্টারের অ্যাডভান্সড ইমিউনোহেমাটোলজি রেফারেন্স ল্যাবে, যেখানে গবেষকেরা তাঁর রক্তে এমন এক ধরনের অ্যান্টিজেনের খোঁজ পান, যার অস্তিত্ব আগে কখনও দেখা যায়নি।

নিশ্চিত হওয়ার জন্য ওই রক্তের নমুনা পাঠানো হয় ব্রিটেনের ব্রিস্টলের একটি গবেষণাগারে। টানা ১০ মাস ধরে চলে মলিকিউলার টেস্টিং। অবশেষে ব্রিস্টলও জানায়, এই রক্তে রয়েছে একেবারে নতুন একটি অ্যান্টিজেন, যাকে ক্রোমার ব্লাড গ্রুপ সিস্টেমে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এই নতুন রক্তের গ্রুপের নাম রাখা হয়েছে CRIB, যেখানে C ও R এসেছে ক্রোমার থেকে, এবং I ও B এসেছে India ও Bangalore থেকে, কারণ এই রক্ত প্রথম ধরা পড়ে ভারতের বেঙ্গালুরুতেই।

জুন মাসে মিলানে আয়োজিত আন্তর্জাতিক ব্লাড ট্রান্সফিউশন কনফারেন্সে এই CRIB রক্তের গ্রুপ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। চিকিৎসকেরা জানান, যেহেতু বিশ্বে এই রক্তের সঙ্গে মিলবে এমন আর কোনও রক্ত নেই, তাই ভবিষ্যতে রক্তের প্রয়োজন হলে সেটি আগেভাগেই নিজেকেই সংরক্ষণ করে রাখতে হবে।

এই পদ্ধতির নাম অটোলোগাস ট্রান্সফিউশন, যেখানে রোগী নিজেই নিজের রক্ত সময় ধরে দান করেন এবং ফ্রিজারে সংরক্ষণ করেন, যাতে পরবর্তীকালে প্রয়োজনে সেই রক্তই ব্যবহার করা যায়।

চিকিৎসকেরা আরও বলেন, এর জন্য প্রথমে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে হবে, তারপর ধাপে ধাপে রক্ত সংগ্রহ করতে হবে নিজেকেই। কারণ অন্য কারও রক্ত দিলে শরীরে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।

CRIB রক্তের গ্রুপ শুধু এক জন রোগীর বিরল সমস্যা নয়, এটি চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার।