শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

7992

surplus

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ২০:২৫

আপডেট

০২ আগস্ট ২০২৫ ২০:২৭

অন্যান্য

জনকণ্ঠ পত্রিকার সব কার্যক্রম বন্ধের ঘোষণা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ২০:২৫

ছবি: সংগৃহিত।

দৈনিক জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, 'আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল (১ আগস্ট) কালো রঙে পত্রিকা প্রকাশ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙে আজকের (২ আগস্ট) পত্রিকা প্রকাশ করি। এর পরিপ্রেক্ষিতে জনকণ্ঠের সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’-পন্থী সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন।'

চাকরিচ্যুতির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পোস্টে আরও বলা হয়, 'এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করছি।'

একইসঙ্গে সতর্ক করে বলা হয়, 'এরপরও যদি কেউ পত্রিকা প্রকাশের চেষ্টা করেন, তবে তা তিনি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন।'

তবে এ বিষয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, জনকণ্ঠ পত্রিকা দেশের প্রথিতযশা একটি দৈনিক, যা দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি, সামাজিক ইস্যু ও মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে এসেছে।