
ছবি: সংগৃহিত।
হার্টে রিং (স্টেন্ট) প্রতিস্থাপনের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্টেন্টভেদে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। তিন কোম্পানির ১১ ধরনের স্টেন্টের দাম হ্রাস করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা এখন ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে।
মেডট্রনিক কোম্পানির ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের দাম ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বোস্টন সায়েন্টিফিকের ‘প্রোমাস এলিট’ স্টেন্টের দাম ৭৯ হাজার থেকে কমে ৭২ হাজার এবং ‘প্রোমাস প্রিমিয়ার’ স্টেন্টের দাম ৭৩ হাজার থেকে ৭০ হাজার টাকা করা হয়েছে। ‘সিনার্জি এক্সডি’র দাম ১ লাখ ৮৮ হাজার থেকে কমিয়ে ১ লাখ টাকা এবং ‘সিনার্জি’ ও ‘সিনার্জি শিল্ড’-এর দাম যথাক্রমে ৯০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
অ্যাবট কোম্পানির ‘জায়েন্স প্রাইম’ স্টেন্টের দাম ৬৬ হাজার ৬০০ থেকে কমে ৫০ হাজার টাকায় এসেছে। ‘জায়েন্স আলপাইন’ ও ‘জায়েন্স সিয়েরা’ স্টেন্টের দাম ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ৪০ হাজার টাকার বেশি। মেডট্রনিকের আরেকটি স্টেন্ট ‘অনিক্স ট্রুকর’-এর দাম ৭২ হাজার ৫০০ থেকে কমে ৫০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশে হৃদরোগে ব্যবহৃত স্টেন্ট বা রিং আমদানি হয় মূলত ইউরোপ, আমেরিকা, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে। এসব রিংয়ের মূল্য তালিকা হাসপাতালে টাঙানো থাকে এবং রোগীর পছন্দ অনুযায়ী রিং প্রতিস্থাপন করা হয়।