শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8358

surplus

প্রকাশিত

১১ আগস্ট ২০২৫ ২২:০২

অন্যান্য

ডাকসু ও হল সংসদ নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ কাল থেকে

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ ২২:০২

ছবি: সংগৃহিত।

আগামীকাল ১২ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। প্রতিটি ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সোমবার (১১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের সময় ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে সংগ্রহ ও জমা দিতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুসারে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি তালিকায় বহিষ্কৃত অথবা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকে, তবে উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।