শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8470

surplus

প্রকাশিত

১৪ আগস্ট ২০২৫ ২০:৫৮

অন্যান্য

‘এআই ও তথ্য যাচাই’ শীর্ষক অনলাইন কোর্সে সাংবাদিকদের সুযোগ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ২০:৫৮

ছবি: সংগৃহিত।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সাংবাদিকতা খাতেও এআই-সহ বিভিন্ন টুলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এবার বাংলাদেশের সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী ও সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য এসেছে আগামীর ডিজিটাল সাংবাদিকতার জন্য প্রস্তুতির সুযোগ।

গুগল নিউজ ইনিশিয়েটিভ-এর উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয়েছে ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ শীর্ষক কর্মসূচি।

কোর্সটি মোট ১০ ঘণ্টার এবং পাঁচটি মডিউলে বিভক্ত। নির্বাচিত এক হাজার জন প্রশিক্ষণার্থী অংশ নিতে পারবেন এবং কোনো কোর্স ফি দিতে হবে না। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা মূল্যায়ন শেষে সার্টিফিকেট পাবেন।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তু: ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি; তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণে এআইয়ের ব্যবহার; নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্ট সহ সাংবাদিকতা-সংক্রান্ত টুলস; রিপোর্টিং, ভেরিফিকেশন ও গুগল ট্রেন্ডস ব্যবহার।

প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশের সাংবাদিক ও শিক্ষাবিদরা। এদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম, এক্টিভেট রাইটসের রিসার্চ লিড মিনহাজ আমান, যমুনা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজ মিশু, ডেইলি স্টারের সাংবাদিক আজাদ বেগ ও সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ, ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার আ ফ ম খায়রুল বাশার।

কোর্সটির স্ট্র্যাটেজিক পার্টনার হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

একাডেমিক পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

নিবন্ধন প্রক্রিয়া: দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। আগ্রহীরা সুবিধামতো কোর্সের সময় নির্বাচন করতে পারবেন। নিবন্ধন করতে হবে ৩০ আগস্ট ২০২৫-এর মধ্যে GNitrainingBD.com ওয়েবসাইটে।