সিলেটে জামায়াতের জনশক্তি সমাবেশ
ছাত্র-জনতার ত্যাগ স্মরণ ও ৭ দফা দাবি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ ১৮:৪৫

ছবি: সংগৃহিত।
সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৯নং ওয়ার্ডে জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে শনিবার (১৬ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং হাজার হাজার আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি জানান, জামায়াত জনগণের প্রত্যাশা পূরণের জন্য নির্বাচনের পাশাপাশি সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে আসছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, 'জামায়াতের মাধ্যমে দেশে ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক সচেতন নাগরিকদেরকে জামায়াতকে বিজয়ী করতে সমর্থন করার আহ্বান জানান তিনি।'
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও কোতোয়ালী পূর্ব থানার আমীর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।
এছাড়া থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, আব্দুস শহীদ জোয়ারদার, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, বিশিষ্ট শিল্পপতি আলীমুল এহছান চৌধুরী, অধ্যাপক জুন্নুরাইন প্রমুখ উপস্থিত ছিলেন।