https://www.emjanews.com/

8790

politics

প্রকাশিত

২৩ আগস্ট ২০২৫ ১৪:৩১

আপডেট

২৩ আগস্ট ২০২৫ ১৫:৪৮

রাজনীতি

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সত্য প্রকাশ করব: ঢাবি ভিসি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ ১৪:৩১

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো দিক থেকেই চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে-সব সত্য প্রকাশ করবেন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ভিসি বলেন, ‘পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা সুষ্ঠু পরিবেশে ভোট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছি। নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মেনে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কাজ চলছে।’

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ঐতিহ্য রয়েছে। তাই যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এসময় তিনি সেনাবাহিনীসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।