ছবি: সংগৃহীত।
প্রয়াত গীতিকার ও কণ্ঠশিল্পী পাগল হাসানের লেখা অপ্রকাশিত গান ‘বাগানের মালি’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানটির দুটি লাইন-‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি / তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’ ফেসবুক রিলস, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়েছে।
গানটির ভাইরাল হওয়ার পেছনে ভূমিকা রাখেন লালন ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি, যিনি সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে গানটির এই দুটি লাইন পরিবেশন করেন।
লালন ব্যান্ডের দলনেতা তিতি জানান, গানটি প্রথমবার ২০১৯ সালে পাগল হাসানের কণ্ঠে শোনেন তারা। ব্যান্ড লালন গানের প্রস্তাব দিলে পাগল হাসান আনন্দের সঙ্গে কণ্ঠ দেন। তবে প্রয়াত হওয়ার পর মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত পরিবারের অনুমতি পাওয়ার পর গানটির বাকি কাজ শেষ করা হয়েছে।
লালন ব্যান্ডের সঙ্গে এই গানে অংশগ্রহণ করছেন নিগার সুলতানা সুমি। তিতি বলেন, ‘পাগল হাসান আমাদের বন্ধু, পরিবারের সদস্যের মতো। তাঁর স্মৃতিময় এ গান শ্রোতাদের কাছে সম্মানের সঙ্গে পৌঁছে দিতে চাই।’
পাগল হাসান আগেও লালন ব্যান্ডের জন্য তিনটি গান লিখেছেন-‘রুহানি’, ‘পাগলা ঘোরা’ এবং ‘পাগল চিনে না’। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’ ও ‘রেলগাড়ির ইঞ্জিন’। আগামী মাসের মধ্যভাগে লালন ব্যান্ড ও পাগল হাসানের কোলাবোরেশনে গানটি প্রকাশিত হবে।
