শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

https://www.emjanews.com/

8895

politics

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১৯:১৫

রাজনীতি

বিএনপি নেতা ফজলুর রহমানের পদ স্থগিত

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১৯:১৫

ছবি: সংগৃহিত।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রবিবার (২৪ আগস্ট) ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি সরাসরি জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন।

পরবর্তীতে সোমবার (২৫ আগস্ট) তাকে পুনরায় ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু ২৬ আগস্ট তিনি যে জবাব দিয়েছেন, তা অসন্তোষজনক বিবেচিত হয়।

তবে সংগঠনের সিদ্ধান্তে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সাময়িকভাবে তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভবিষ্যতে তিনি যেন টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।