শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9054

politics

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২০:৫৮

রাজনীতি

নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২০:৫৮

ছবি: সংগৃহিত।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশ নেবেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ’ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে, তা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা দলের নেতাকর্মীরা এখন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ’কোনো শঙ্কা দেখি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন, তা জানতে চাইলে তিনি বলেন, ’দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।’

তারেক রহমান কবে দেশে ফিরবেন তা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ’আশা করি, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।’

তিনি আরও নিশ্চিত করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।