
ছবি: সংগৃহিত।
জেলা বিএনপির কাউন্সিলে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
তবে মনোনয়নপত্র সংগ্রহকারী ১৬ জন প্রার্থী জমা না দিয়ে বিরত থাকেন।
সভাপতি পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন কেবল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।