শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

8961

surplus

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৫ ১৩:০৭

অন্যান্য

বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির পথে রাশিয়া

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ ১৩:০৭

ক্যানসারের টিকা আবিষ্কারের দাবির পর এবার এইডসের টিকা তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। প্রকল্পটি সফল হলে বিশ্বের প্রথম এইডস টিকা হবে এটি।

রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তির বরাতে রাশিয়া টুডে জানিয়েছে, দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা প্রস্তুত করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে টিকাটি।

এমআরএনএ প্রযুক্তি প্রচলিত টিকার তুলনায় ভিন্ন। এখানে মৃত বা দুর্বল জীবাণুর পরিবর্তে ব্যবহৃত হয় বিশেষ একধরনের প্রোটিন, যা মানবদেহে প্রবেশ করে প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। গুশচিন বলেন, ‘টিকার মূল উপাদান হবে এমন এক অ্যান্টিজেন, যা মানবদেহে বিস্তৃতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।’

উল্লেখ্য, এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এর জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি। এটি মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ফলে রোগীরা সহজেই যেকোনো সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সূঁচ কিংবা প্রসূতি মায়ের শরীর থেকে শিশুর দেহে ভাইরাস প্রবেশের মাধ্যমে এই রোগ ছড়ায়।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস শনাক্ত হয়। বর্তমানে সাহারা-উপসাহারীয় আফ্রিকায় রোগটির প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বজুড়ে ১০ লাখ মানুষ এই রোগে মারা যান। তবে ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে।

এর আগে বিভিন্ন দেশ এইডসের টিকা তৈরির চেষ্টা করলেও সফল হয়নি। তবে করোনার টিকা স্পুটনিক-ভি উদ্ভাবনকারী গামালিয়া সেন্টার এবারও সাফল্য দেখাতে পারে বলে আশা করা হচ্ছে।