
ক্যানসারের টিকা আবিষ্কারের দাবির পর এবার এইডসের টিকা তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। প্রকল্পটি সফল হলে বিশ্বের প্রথম এইডস টিকা হবে এটি।
রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তির বরাতে রাশিয়া টুডে জানিয়েছে, দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা প্রস্তুত করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে টিকাটি।
এমআরএনএ প্রযুক্তি প্রচলিত টিকার তুলনায় ভিন্ন। এখানে মৃত বা দুর্বল জীবাণুর পরিবর্তে ব্যবহৃত হয় বিশেষ একধরনের প্রোটিন, যা মানবদেহে প্রবেশ করে প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। গুশচিন বলেন, ‘টিকার মূল উপাদান হবে এমন এক অ্যান্টিজেন, যা মানবদেহে বিস্তৃতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।’
উল্লেখ্য, এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এর জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি। এটি মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ফলে রোগীরা সহজেই যেকোনো সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সূঁচ কিংবা প্রসূতি মায়ের শরীর থেকে শিশুর দেহে ভাইরাস প্রবেশের মাধ্যমে এই রোগ ছড়ায়।
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস শনাক্ত হয়। বর্তমানে সাহারা-উপসাহারীয় আফ্রিকায় রোগটির প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বজুড়ে ১০ লাখ মানুষ এই রোগে মারা যান। তবে ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে।
এর আগে বিভিন্ন দেশ এইডসের টিকা তৈরির চেষ্টা করলেও সফল হয়নি। তবে করোনার টিকা স্পুটনিক-ভি উদ্ভাবনকারী গামালিয়া সেন্টার এবারও সাফল্য দেখাতে পারে বলে আশা করা হচ্ছে।