
ছবি: সংগৃহিত।
নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির প্রথম সভায় দলের শীর্ষ নেতা হবিগঞ্জ জেলার সভাপতি জিকে গউছ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও দেশে রয়েছে এবং গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সুযোগ পেলেই তারা ছোবল দিবে। আমরা চাই দলের মধ্যে কোনো ফাটল না থাকে।’
সভায় জিকে গউছ আরও বলেন, দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া ছাড়া কেউ অপরিহার্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে অংশগ্রহণ করেননি বা জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেননি, তারা দলের শুভাকাঙ্ক্ষী নয়, বরং সুবিধাবাদী। তিনি বলেন, ‘বিএনপির নেতা–নেত্রীদের ওপর অতীতের ফ্যাসিবাদী সরকারের অমানবিক আচরণ মনে রাখার মতো। বিনা কারণে নেত্রীকে মাসের পর মাস কারারুদ্ধ করা হয়েছিল।’
সভায় নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলী, সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, জেলা যুবদল সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এবং অন্যান্য সিনিয়র নেতা ও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, এড. জালাল আহমদ, উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
জিকে গউছ বলেছেন, ‘দলের ভিতরে কোন্দল-মারামারি কারও স্বার্থে নয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। আওয়ামী দোসরদের বিএনপির কমিটিতে কোনো স্থান নেই এবং এ বিষয়ে কোনো আপস হবে না।’
উল্লেখ্য, জিকে গউছ আগে থেকে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হচ্ছেন তিনি। এ পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা রয়েছে।