শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9009

sylhet

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৫ ১৯:৩৭

সিলেট

চুনারুঘাট

বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ ১৯:৩৭

ছবি: সংগৃহিত।

হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত করেছে সরকার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বাল্লা স্থলবন্দর। কিন্তু দীর্ঘদিন ধরে বন্দরটি ব্যবহার না হওয়ায় তা গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এতে অপচয় হয়েছে সরকারি অর্থের।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোট গ্রামে স্থলবন্দর নির্মাণ করা হয়। এ জন্য প্রায় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়।

২০১৬ সালের ২৩ মার্চ নির্মাণকাজ শুরু হয়ে ২০২৩ সালের জুন মাসে শেষ হয়।

বন্দরের স্থাপনা নির্মাণে ব্যয় হয় ৪৯ কোটি ৯০ লাখ টাকা।

তবে বিপরীতে ভারতের ত্রিপুরার পাহাড়মুড়া এলাকায় কোনো স্থলবন্দর স্থাপন করেনি ভারত। তখন থেকেই এর ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেয়।

চুনারুঘাট গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ’সরকার বন্দরের কার্যক্রম বন্ধ করায় এটি অরক্ষিত হয়ে পড়বে। এখনই এর অবকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ’আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। বাল্লা স্থলবন্দর যাতে বেদখল না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’