শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9044

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১৮:৫৬

সিলেট

মৌলভীবাজারে প্রাইভেট কারের চাপায় কিশোর নিহত

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১৮:৫৬

ছবি: সংগৃহিত।

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট গাড়ির চাপায় সাঈদ মিয়া (১৬) নামের এক ফুটপাতের ব্যবসায়ী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী নারী আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ মিয়া মুন্সীবাজার ইউনিয়নের বাঙালি গ্রামের সেলিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে সিলেটগামী একটি প্রাইভেট নোহা গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-১৭৫৮) বাজারে ভ্যানগাড়িতে কসমেটিকস বিক্রেতা সাঈদ মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।