শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9063

international

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২৩:৫১

আন্তর্জাতিক

সৌদিতে ‘ভিক্ষুক মাফিয়া’কে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২৩:৫১

ছবি: সংগৃহীত।

পর্যটন, ওমরা কিংবা হজের ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে অনেক পাকিস্তানি ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন, যা দেশটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ‘মাফিয়া চক্রকে’ কোনো ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। তিনি স্পষ্ট করে বলেছেন, এ চক্রের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।

শনিবার (৩০ আগস্ট) পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির সঙ্গে বৈঠকে এ সতর্কতা দেন নাকভি। বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ভিক্ষুক মাফিয়া চক্রের বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় পাকিস্তানের কঠিন সময়ে পাশে থাকার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাত প্রশমনে ভূমিকা রাখার জন্য সৌদিকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, 'পাকিস্তান আমাদের ভাতৃপ্রতীম দেশ। আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিই।'