
ছবি: সংগৃহিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে প্রায় ১১০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।
সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কারের অনুরোধ পেয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ তথ্য জানায় অধিদপ্তর।
ইইডির প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ১ হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করতে মেরামত ও সংস্কার প্রয়োজন। এসব কাজের জন্য মাঠ পর্যায় থেকে ৩৩.৭৯ কোটি টাকার চাহিদা পাওয়া গেছে।
এ ছাড়া ৫৫৯টি ভোটকেন্দ্রে সীমানা প্রাচীর নির্মাণ জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এসব নির্মাণকাজে প্রাথমিকভাবে ৭৬.৪৯ কোটি টাকা প্রয়োজন বলে মাঠ পর্যায়ের প্রতিবেদনে উঠে এসেছে।
প্রধান প্রকৌশলী আলতাফ হোসেন এ বিষয়ে শিক্ষা সচিবকে চিঠি দিয়েছেন এবং এর অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো নিজস্ব উদ্যোগে মেরামত করে ব্যবহার উপযোগী করতে হবে।