শিরোনাম
আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

https://www.emjanews.com/

9089

national

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৫ ২০:১৮

জাতীয়

ধান-চাল-গম আত্মসাতের দায়ে খাদ্য কর্মকর্তা কারাগারে

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ২০:১৮

ছবি: সংগৃহিত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামানকে (৪৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ আদেশ দেন।

আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বর্তমানে ঢাকায় কর্মরত এই খাদ্য কর্মকর্তা ও ফরিদপুরের বোয়ালমারীর উপ-খাদ্য পরিদর্শক ছানোয়ার হোসেনের (৪৩) বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

মামলাটি গত বছরের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার দায়ের করেন।

দুদকের ফরিদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অপর আসামি উপ-খাদ্য পরিদর্শক ছানোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।