https://www.emjanews.com/

9109

politics

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫

রাজনীতি

ফেব্রুয়ারি নির্বাচনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩

ছবি: সংগৃহীত।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে মূল চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা। নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। দলের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ নেতা-কর্মীকে গুম বা খুন করা হয়েছে। তবুও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিএনপি ফিনিক্স পাখির মতো পুনরায় জেগে উঠেছে।

মির্জা ফখরুল জানান, জনগণের সমর্থন পেলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।