শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9157

sylhet

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫

সিলেট

হবিগঞ্জে গাড়ি ভাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৫০

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫

গাড়ি ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছে হবিগঞ্জের নবীগঞ্জের চার গ্রামের মানুষ। এতে অন্তত এক জনের প্রান গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের শুরু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সঙ্গে পাশের কাকুড়া করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ এবং সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের মধ্যে টমটম ভাড়া নিয়ে সোমবার রাত ১০টার দিকে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জেরে মঙ্গলবার ১০টার দিকে রাধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন মাইকিং করে প্রস্তুতি নিয়ে কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় রাধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেলে পিছনে পড়ে যান রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া (৩৫)। তাকে একা পেয়ে প্রতিপক্ষরা ঘিরে ধরে এলোপাতাড়ি দায়ের কোপে গুরুতর আহত করে। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকুড়া করিমপুর গ্রামের লোকজনের সঙ্গে বিবিয়ানা চৌরাস্তায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে প্রায় ১৫-২০ দিন ধরে উত্তেজনা চলছিল। কাকুড়া করিমপুর গ্রামের নেতৃত্ব দেন মাখন মিয়া ও ইলিয়াছ মিয়া, অপরদিকে রাধাপুর ও জামারগাঁও গ্রামের নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম।

সাবেক মেম্বার ফখরুল ইসলাম বলেন, ল রাতে ব্যবসায়ী ফয়সল আহমদকে মারধর করে টাকা লুট করেছে। প্রতিবাদ করায় আজকে তারা আমাদের গ্রামের কৃষক সাব্বিরকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে।

অন্যদিকে কাকুড়া গ্রামের মাখন মিয়া জানান, আমাদের গ্রামের টমটম চালক রাশেদ ও সিএনজি চালক মোহাম্মদ আলীকে রাধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন মারধর করেছে। আজ সকালে তারা লাঠিসোটা নিয়ে আমাদের গ্রামে এসে আক্রমণ করেছে। এর জেরেই সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সাথে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান।