
ছবি: সংগৃহিত।
এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে লিটন দাসের দল।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।
শেষ ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। জায়গা হারিয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী।
এর আগে সিলেটে হওয়া প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।