শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9197

sylhet

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯

সিলেট

মৌলভীবাজার

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রে*প্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫

ছবি: সংগৃহিত।

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বাদী থানায় মামলা করেন।

চুরির ঘটনার পরই পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস, এসআই উৎপল সাহাসহ একটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তকালে প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই আসামি তোফাজ্জল ওরফে তাফাজ্জুল হোসেন এবং মো. বাবুল হোসেনকে আটক করা হয়।

অভিযানে বাবুল হোসেনের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের সোহানের বাড়ি থেকে মামলার চোরাই যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, ’এ পর্যন্ত মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরবের সোহানের কাছে বিক্রি করে আসছিল। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।’