শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9230

surplus

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

অন্যান্য

ডাকসু ভিপি প্রার্থিতা নিয়ে জুলিয়াস সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, জুলিয়াস সিজারের করা রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নাম লেখান মো. জুলিয়াস সিজার তালুকদার। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ছিল এবং ব্যালট নম্বরও নির্ধারণ করা হয় ২৬। তবে পরে সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগ তোলেন, জুলিয়াস সিজার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ অভিযোগের ভিত্তিতে বিষয়টি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে গড়ায়। ট্রাইব্যুনাল সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়।

এরপর নির্বাচন কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। কোনো প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে বলা হয়, প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ দেওয়া এবং অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন, উভয় সিদ্ধান্তই আইনগত কর্তৃত্ববহির্ভূত। তাই বিষয়টি কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আরজি জানান তিনি।

তবে বৃহস্পতিবার শুনানির সময় হাইকোর্ট তার রিট কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয়। ফলে ডাকসু ভিপি পদে জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি পথ আপাতত বন্ধ হয়ে গেল।