বাংলাদেশিদের স্টাডি ভিসায় দিন ২০টি অ্যাপয়েন্টমেন্ট নেবে ইতালি দূতাবাস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১

ছবি: সংগৃহিত।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়তে যাওয়ার স্টাডি ভিসা আবেদন গ্রহণে সীমা বেঁধে দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইতালি দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের ভিসায় বিপুল সংখ্যক আবেদন এবং সেগুলোর জটিল মূল্যায়ন প্রক্রিয়ার কারণে নির্দিষ্ট সীমার মধ্যে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদর দফতরের নির্দেশনা ও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এই সীমা নির্ধারণ করা হয়েছে।
দূতাবাস জানায়, ভিএফএস গ্লোবাল কর্তৃক ৭ জুলাই এই অ্যাপয়েন্টমেন্টগুলো একসঙ্গে প্রকাশ করা হয়েছে। এর বাইরে দূতাবাস কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে না।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপযুক্ত ও অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া গেলে ব্যতিক্রম হতে পারে।