
ছবি: সংগৃহীত।
নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূয়া ডাক্তার কাজল নাথ (৫২) কে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, কাজল নাথ বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন, যা রোগীদের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। তিনি কোনো বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে।
উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতেও একাধিকবার ভুয়া ডাক্তার পরিচয়ে ধরা পড়ে তিনি জেল-জরিমানা ভোগ করেছেন।
অভিযান পরিচালনায় সহায়তা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘অবৈধভাবে চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলা করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’