শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9359

surplus

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

অন্যান্য

শ্রীমঙ্গলে নৃত্য-গানে মাতোয়ারা কারাম উৎসব

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

ছবি: মাথায় সাজানো ঝুড়ি আর তালমিলিয়ে নাচ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠ রঙে-আলোয় আর সুরে ভরে উঠেছিল।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের প্রাণের উৎসব কারাম পূজা যেন মিলনমেলায় রূপ নিয়েছিল।

রঙিন শাড়ি, ফুলে সাজানো চুল, মাথায় সাজানো ঝুড়ি আর তালমিলিয়ে নাচ- সব মিলিয়ে চারপাশে সৃষ্টি হয়েছিল এক অনন্য আবহ।

কারাম উৎসব মূলত ফসল, উর্বরতা ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এই দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন একত্রিত হয়ে নৃত্য-গীতের মাধ্যমে তাঁদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এ যেন শুধু একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়- এটি তাঁদের অস্তিত্ব, সংস্কৃতি ও পরিচয়ের উজ্জ্বল বহিঃপ্রকাশ।

কালিঘাট চা বাগানের মাঠে তরুণীরা দলবদ্ধ হয়ে নাচতে নাচতে মাথার ওপরে তুলেছিলেন কারাম গাছ সাজানো ঝুড়ি। ঢোল, করতাল আর লোকগানের ছন্দে একসাথে ঝংকার তোলে তাদের পা। এক মুহূর্তের জন্যও দর্শকদের চোখ সরেনি এই মনোমুগ্ধকর দৃশ্য থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসলাম উদ্দিন।

তিনি বলেন, ‘কারাম উৎসব শুধু একটি উৎসব নয়, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মূলধারা। এই ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সব সময় তাদেরকে সহযোগিতা করবে।’ 

উৎসবটি আয়োজন করে কারাম উৎসব উদযাপন কমিটি; সহযোগিতায় ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

দিনভর চলা এ আয়োজনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি- সবাই মেতে ওঠেন আনন্দে।

এটি শুধু একটি উৎসব নয়, কারাম পূজা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রা, বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। তাই এই উৎসবের প্রাণোচ্ছলতা ছড়িয়ে যায় মাঠের চারপাশ থেকে প্রত্যেকের হৃদয়ে।